দীঘিনালা- লংগদু সড়ক

২৪ ঘণ্টায়ও ঠিক হয়নি সেতু, ভোগান্তিতে লোকজন

দীঘিনালায় বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ার ২৪ ঘণ্টা পরও মেরামত কাজ শেষ না হাওয়ায় ভোগান্তিতে পরেছে স্থানীয়রা। এতে রাঙামাটি উপজেলার লংগদু উপজেলার সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।

মেরুং এলাকার বাসিন্দা ব্যবসায়ী অনুতোষ চাকমা বলেন, মেরুং ও লংগদুর বিভিন্ন এলাকা থেকে পাহাড়ের ফল ও সবজি কিনে খাগড়াছড়ি শহরে বিক্রি করেন তিনি। সেতুটি দেবে যাওয়ার কারণে এখন এসব কৃষিপণ্য গাড়িভাড়া বেশি দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় নিয়ে যেতে হচ্ছে। লাভ তো দূরের কথা এতে সবজি কেনার টাকাও উঠবে না।

এদিকে বেইলি সেতুর মেরামত কাজ শেষ হতে আরও একদিন সময় লাগবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সড়ক নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক হবে।

গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা লংগদু সড়কের চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারণে বেইলি সেতুর পাটাতন দেবে যায়। বিকল্প পথে মোটরসাইকেল, সিএনজিসহ ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল।