সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশিক্ষার সঙ্গে গবেষণাও সমানভাবে গুরুত্ব পাবে বলে জানিয়েছেন উপাচার্য এ এইচ এম এনায়েত হোসেন। প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ায় সিলেটে চিকিৎসাক্ষেত্রে উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হয়েছে। কয়েক মাস আগে আমি এ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি। এরই মধ্যে কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছি। সামনের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার চেষ্টা করব।’
এ এইচ এম এনায়েত হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, নগরের চৌহাট্টা এলাকায় অস্থায়ী কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের
যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ৮০ একর জায়গা নির্ধারণ করা হয়েছে।
উন্নয়ন প্রকল্প প্রস্তাব পাস হলেই স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হবে। এরপর শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়াও শুরু হবে। তবে সিলেটের সাতটি মেডিকেল কলেজ এবং ডেন্টাল ও নার্সিং প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা এই বিশ্ববিদ্যালয়ের অধীনে এখন পরিচালিত হচ্ছে।