বরিশালে প্রধানমন্ত্রীর সমাবেশ

মঞ্চে দেখতে না চাওয়া জাহাঙ্গীর-সাদিককে নিয়েই সমন্বয় কমিটি

বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে বিভাগীয় বিশেষ বর্ধিত সভা করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। শনিবার বরিশাল ক্লাব মিলনায়তনে
ছবি: প্রথম আলো

বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে সমন্বয় কমিটি করেছে আওয়ামী লীগ। কমিটিতে স্থান পেয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। যদিও তাঁদের দুজনের জনসভার মঞ্চে থাকা নিয়ে আপত্তি করেছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ। দুই নেতা দলের বিপক্ষে অবস্থান নিয়েছেন অভিযোগ তুলে গত বুধবার এক সভায় তাঁরা আপত্তি তুলেছিলেন।

২৯ ডিসেম্বর বরিশালে নির্বাচনী জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা তিনটায় নগরের বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। জনসভা সফল করতে আজ শনিবার দুপুর ১২টায় বরিশাল ক্লাবে বর্ধিত সভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সভায় সর্বসম্মতিক্রমে ছয় সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে কমিটির প্রধান সমন্বয়ক করা হয়েছে। বাকি সদস্যরা হলেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ এবং আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার।

এ ছাড়া যোগাযোগ ও আপ্যায়ন কমিটিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি লস্কর নুরুল হককে রাখা হয়েছে। শৃঙ্খলা কমিটিতে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, এ কে এম জাহাঙ্গীর ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম।

বর্ধিত সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিটি মেয়র খায়ের আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহসহ বিভাগের জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেওয়া আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দার প্রথম আলোকে বলেন, জনসভা সফল করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিতে কমিটির দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। বরিশালে স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ হবে বলে তিনি আশা করছেন।

বর্ধিত সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিটি মেয়র খায়ের আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহসহ বিভাগের জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেওয়া আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দার প্রথম আলোকে বলেন, জনসভা সফল করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিতে কমিটির দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। বরিশালে স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ হবে বলে তিনি আশা করছেন।