সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম গতকাল বৃহস্পতিবার এই কারণ দর্শানোর নোটিশ পাঠান। তিন কার্যদিবসের মধ্যে তাঁকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আনারস প্রতীকের প্রার্থী খলিলুর রহমান তাঁর কর্মী-সমর্থকদের দিয়ে অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল কালাম আজাদ (দোয়াত কলম প্রতীক) ও কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলমের (ঘোড়া প্রতীক) নির্বাচনী প্রচারে বাধা ও তাঁদের কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ভয়ভীতি প্রদর্শন করছেন। এসবের ভিডিও ফুটেজসহ অভিযোগ তাঁদের কাছে এসেছে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরিও হয়েছে। এসব কর্মকাণ্ড উপজেলা পরিষদের নির্বাচনী আচরণ বিধিমালার পরিপন্থী। যে কারণে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ নিয়ে গতকাল বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলন করেন অপর দুই চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ও আশরাফুল আলম। আবুল কালাম আজাদ আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান। আর আশরাফুল আলম কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
আগামী ৮ মে কাজীপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তিন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।