বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকার জিয়া সড়কে অগ্নিকাণ্ডে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা রবিউল আল আমিন এ তথ্য জানিয়েছেন।
অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া ওই কলেজছাত্রের নাম সজীব জমাদ্দার (২০)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নাঙ্গলিয়া গ্রামের কালাম জমাদ্দারের ছেলে। সজীব বরিশাল নগরের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেন।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাতে নথুল্লাবাদ এলাকার জিয়া সড়কে হাবিব মোটরসসহ চারটি দোকানে আগুন লাগে। এই সময় হাবিব মোটরসের ভেতরে ঘুমিয়ে থাকা কলেজছাত্র সজীব অগ্নিদগ্ধ হয়ে মারা যান। সজীব ওই দোকানে চাকরি করতেন। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
সদর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা রবিউল আল আমিন জানান, জিয়া সড়কের দুই পাশে দুটি ফার্নিচার ও দুটি মোটরসাইকেলের যন্ত্রাংশ বিক্রির দোকান ছিল। গতকাল দিবাগত রাতে অগ্নিকাণ্ডে এসব দোকান পুড়ে গেছে। রাত তিনটার দিকে ওই দোকানগুলোয় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।
নিহত সজীবের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেঝেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মাহমুদ। তিনি বলেন, সজীবের লাশ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
সজীবের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালের মর্গে ছুটে যান শিক্ষার্থী, শিক্ষক ও তাঁর স্বজনেরা। এ সময় তাঁদের কান্নায় হাসপাতাল এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।
বরিশাল নগরের বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের প্রধান নুরুল হুদা বলেন, সজীব তাঁদের কলেজের ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের পঞ্চম বর্ষের ছাত্র ছিলেন। তাঁর এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নেওয়ার মতো নয়।
বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করে। পরে সেখান থেকে একজনের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।