নিজ বাড়ির আঙিনায় ফুলের বাগান করেছেন নাঈম হোসেন (২৬)। সেখানে বিভিন্ন ফুল গাছের পাশাপাশি গাঁজার গাছও রোপণ করেছিলেন। অনেকে মনে করছিলেন, এটা গাঁদা ফুলের গাছ। তবে এত কৌশল করেও শেষ রক্ষা হয়নি নাঈমের। পুলিশের কাছে ধরা পড়ে গেছেন।
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ সোমবার বিকেলে গাংনী উপজেলার হেমায়েতপুর পুলিশ ক্যাম্প নাঈমের ফুলের বাগানে অভিযান চালায়। এ সময় তাঁকে গাঁজার গাছসহ গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আবদুল মুবিন বলেন, নাঈম হোসেন তাঁর বাড়ির উঠানে ফুলের বাগান তৈরি করেছেন। সেখানে হরেক রকম ফুলের গাছ রয়েছে। উঠানে একটি পরিত্যক্ত ধানের গোলার মধ্যে গাঁদা ফুলের গাছের সঙ্গে গাঁজার চাষ করছিলেন তিনি। প্রতিবেশীরাও বিষয়টি টের পাননি। আরও কয়েক মাস হলো গাঁজার গাছগুলো পরিপক্ব হতো। গোপন সংবাদের ভিত্তিতে নাঈম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় নাঈম হোসেনের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নাইম হোসেন মাদকসেবী। তাঁর নামে মাদক মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।