সিলেটের জকিগঞ্জের ইউপি ছাত্রদলের কর্মিসভা শেষে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় জকিগঞ্জের বারঠাকুরী ইউপির সোনাসার বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা বারঠাকুরী ইউনিয়ন ছাত্রদলের কর্মী। আহতদের মধ্যে আছেন দুই ভাই জাফর আহমদ (২২) ও শাকিল আহমদ (২০)। বাকি দুজনের নাম জানা যায়নি। আহত জাফর আহমদ জকিগঞ্জে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনায় গত ৭ সেপ্টেম্বর একটি মামলা করেছেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করতে শনিবার বিকেলে সোনাসার বাজারের একটি কমিউনিটি সেন্টারে কর্মিসভার আয়োজন করা হয়। সভায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্যসচিব রায়হান আহমদ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতা–কর্মীরা ফিরে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
ছাত্রদলের একটি পক্ষের অভিযোগ, জাফর মামলার বাদী হওয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। শনিবার কর্মিসভা শেষে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার জের ধরে মারামারির ঘটনা ঘটে। পরে অন্য নেতা–কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আজ রোববার সকাল থেকে জাফর আহমদের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। সিলেটের জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বারঠাকুরী ইউপি ছাত্রদলের কমিটি নেই। সংগঠনকে চাঙা করতে কর্মিসভার আয়োজন করা হয়েছিল। কর্মিসভা সন্ধ্যার আগেই শেষ হয়েছে। কর্মিসভা শেষে বাড়ি ফেরার পর দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে বলে তিনি শুনেছেন। বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে।
সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।