সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে নগরের ধোপাদিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম গোবিন্দ তালুকদার (৩৫)। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও গ্রামের বাসিন্দা। তবে তিনি সিলেট নগরের আখালিয়া নতুন বাজার এলাকায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দ তালুকদার প্রতিদিন ভ্যান নিয়ে সবজি বিক্রি করতেন। এ জন্য প্রতিদিন ভোরে ভ্যান নিয়ে নগরের সোবহানীঘাটে সবজির আড়তে যেতেন। সেখান থেকে সবজি সংগ্রহ করে নগরের পাড়া-মহল্লাগুলোতে ফেরি করে সবজি বিক্রি করতেন। আজ ভোরে প্রতিদিনের মতো সবজি আনতে ভ্যান নিয়ে বের হন। ধোপাদিঘীরপাড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ছিনতাইকালে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।