সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী মো. নজরুল ইসলামকে পাস কাটিয়ে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার ঘটনায় কারণ দর্শানোর পর জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল রোববার বিকেলে জাপার কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ইয়াহ্ইয়া চৌধুরীকে অব্যাহতির বিষয়টি আজ সোমবার দুপুরে জানাজানি হয়। ইয়াহ্ইয়া সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সাবেক সংসদ সদস্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরীকে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকার কারণে ইতিপূর্বে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হকের সুপারিশে দলটির চেয়ারম্যান জি এম কাদের সাময়িকভাবে তাঁর অব্যাহতির আদেশ অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে ইয়াহ্ইয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দলের চেয়ারম্যান, মহাসচিব যে সিদ্ধান্ত নিয়েছেন, তা আমি গ্রহণ করেছি। তাঁরা এখন প্রয়োজন মনে করেছেন, তাই সাময়িকভাবে অব্যাহতি দিয়েছেন। আবার যখন প্রয়োজন মনে করবেন, তখন পদোন্নতিও দেবেন। এটা দলের স্বাভাবিক প্রক্রিয়া।’
গত ১২ মে রাতে সিলেট নগরের ঝেরঝেরিপাড়া এলাকায় আয়োজিত এক সভায় অতিথি হিসেবে যোগ দিয়ে ইয়াহ্ইয়া চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ভোট চান। এ ঘটনায় দলের ভেতরে সমালোচনা দেখা দেয়। এরপর ১৪ মে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় কমিটি।