ময়মনসিংহের নান্দাইলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৭১নং হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে
ময়মনসিংহের নান্দাইলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৭১নং হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে

নান্দাইলের একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি ভোটকেন্দ্রে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ভোটকেন্দ্রটি হলো ৭১নং হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আজ শনিবার ভোরে প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের এলাকার লোকজন হইচই শুরু করেন। পরে এ খবর ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোটকেন্দ্রটি নান্দাইল উপজেলার হরিপুর গ্রামে অবস্থিত। এই কেন্দ্রে বুথ সংখ্যা চারটি। ভোটারের সংখ্যা নারী-পুরুষ মিলিয়ে ২ হাজার ১৮৫ জন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল হরিপুর ভোটকেন্দ্রে আগুন দেওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নান্দাইল থানা-পুলিশ ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন।

নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা বিদ্যালয় ভবনের ১০টি কক্ষে আগুন ধরানোর চেষ্টা করেছে। এর মধ্যে চারটি কক্ষের বেঞ্চসহ আসবাবপত্র পুড়ে গেছে। ছুটির দিন থাকায় বিদ্যালয়টি বন্ধ ছিল।  

সিংরইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের তিনটি কক্ষের বেঞ্চ, বৈদ্যুতিক পাখা ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। আগুনের উত্তাপে পাকা ভবনের পলেস্তারা খসে পড়েছে। তবে নিচতলার পরিবর্তের ভবনের দোতলায় বুথ স্থাপন করা হলে ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না।

জেলার গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এটি নাশকতামূলক কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।