যশোরের শার্শার সীমান্ত এলাকায় বিজিবির হাতে আটক গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান
যশোরের শার্শার সীমান্ত এলাকায় বিজিবির হাতে আটক গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান

ভারতে পালানোর সময় গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আটক

দীর্ঘদিন আত্মগোপনে থেকে ভারতে পালানোর সময় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে আটক হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শার্শার শিকাতপুর এলাকায় বিজিবির হাতে আটক হন তিনি।

আসাদুর রহমান গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। পরবর্তী সময়ে ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত সিটি করপোরেশনের দুই মেয়াদের বিভিন্ন সময় মেয়র না থাকায় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি একই সঙ্গে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বেও ছিলেন।

গাজীপুর মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর, হত্যাসহ বিভিন্ন অভিযোগে আসাদুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা আছে। গত ৫ আগস্ট অওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। এর মধ্যে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ওই এলাকায় টহলে থাকা বিজিবি সদস্যেরা তাঁকে আটক করেন। পরে মামলার সূত্র ধরে বিষয়টি গাজীপুর মহানগর পুলিশকে জানানো হয়।

বিজিবি সদস্যরা আইনগত বাধ্যবাধকতা শেষে সংশ্লিষ্ট থানায় আসামি হস্তান্তর করবেন বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (টঙ্গী জোন) হাফিজুল ইসলাম। তিনি জানান, আসাদুরের বিরুদ্ধে একাধিক মামলা আছে। পরবর্তী সময়ে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।