সিরাজগঞ্জে ভূমি কার্যালয়ের কর্মচারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক সুমন রহমান
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে একজন সরকারি চাকরিজীবীকে সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন ও সাধারণ সম্পাদক আফজালুল রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি পদে জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে সুমন রহমানের নাম ঘোষণা করা হয়েছে। সুমন রহমান সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়ন ভূমি কার্যালয়ে এমএলএসএস (অফিস সহায়ক) পদে চাকরি করছেন।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫ ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে বা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না, অথবা বাংলাদেশে বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকার সহায়তা করতে পারবেন না।

সুমন ছাত্রজীবনে ছাত্রলীগ করেছেন। সম্প্রতি তিনি কিছুদিন চাকরি করলেও দলীয় পদ পাওয়ায় এই চাকরি থেকে ইস্তফা দেবেন বলে শুনেছি।
জাকিরুল ইসলাম, সভাপতি, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ

এ বিষয়ে জানতে সুমন রহমানের মুঠোফোন নম্বরে কল করলে অন্য একজন ফোনটি ধরে বলেন, ‘ভাই একটু ব্যস্ত আছেন।’ সাংবাদিক পরিচয় দিলে তিনি বলেন, ‘ভাইকে আপনার সঙ্গে কথা বলার জন্য বলছি।’ পরে একাধিকবার ফোন করলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগ কমিটির সভাপতি জাকিরুল ইসলাম বলেন, ‘সুমন ছাত্রজীবনে ছাত্রলীগ করেছেন। সম্প্রতি তিনি কিছুদিন চাকরি করলেও দলীয় পদ পাওয়ায় এই চাকরি থেকে ইস্তফা দেবেন বলে শুনেছি।’

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি রাজস্ব) মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, ‘সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী চাকরিরত অবস্থায় কেউ দলীয় পদ নিয়ে রাজনীতি করতে পারবেন না। বিষয়টি আমরা অবগত হয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দীর্ঘ ১০ বছর পর গত ৯ জুলাই সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ২১ দিন পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন বছরের জন্য সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নতুন কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।