কুমিল্লা কোটবাড়িতে গুলিবিদ্ধ শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায়
কুমিল্লা কোটবাড়িতে গুলিবিদ্ধ শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার  বিকেল ৪ টায়

কুমিল্লায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশত শিক্ষার্থী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

‘কমপ্লিট শাটডাউনের’ প্রথম দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়িতে পুলিশ, র‍্যাব ও বিজিবির সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশত শিক্ষার্থী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন অন্তত ৩০ শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সেখ ফজলে রাব্বী। তিনি জানান, অন্তত ৫৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। এদিকে কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৩ জন।

এদিকে সংঘর্ষে শিক্ষার্থী ছাড়াও পুলিশ–বিজিবির সদস্যরাও আহত হয়েছেন।

৫ ঘণ্টা পর থামল সংঘর্ষ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়িতে বৃহস্পতিবার বেলা একটার দিকে কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বিকেল সাড়ে পাঁচটায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সমঝোতা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারাও বুঝতে পেরেছে যে ঢাকায় সিদ্ধান্ত হচ্ছে। পরে শিক্ষার্থীরা যাতে নিরাপদে বাসায় ফিরতে পারে, সে ব্যবস্থা করেছি।’

এদিকে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর, একটিতে অগ্নিসংযোগ ও বিজিবির একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।