চট্টগ্রাম সিটি করপোরেশন
চট্টগ্রাম সিটি করপোরেশন

ঠিকাদারকে মারধর সমিতির সভাপতির

‘আমার সঙ্গে কথা বলে সিটি করপোরেশনে আসবে’, কেন জানতে চাইলেই কিল-ঘুষি

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে এক ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নগরের টাইগারপাসে অস্থায়ী প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সিটি করপোরেশন ঠিকাদার সমিতির সভাপতি এস এম আবু ছালেহের নেতৃত্বে নুরুল আমিন নামের ওই ঠিকাদারকে মারধর করা হয়।

মারধরের শিকার ঠিকাদার নুরুল আমিন প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের দুটি উন্নয়ন প্রকল্পের কাজ করছে তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান। উন্নয়নকাজগুলো বাস্তবায়ন নিয়ে কিছু প্রতিবন্ধকতা আছে। এগুলো সমাধান করতে  প্রকৌশলীদের সঙ্গে আলাপ করতে সিটি করপোরেশন কার্যালয়ে আসেন। কার্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত প্রধান প্রকৌশলীর দপ্তরে যাওয়ার সময় এস এম আবু ছালেহের সঙ্গে দেখা হয়। তিনি কী জন্য সিটি করপোরেশনে এসেছেন তা জানতে চান।

নুরুল আমিন বলেন, ‘“আমার সঙ্গে কথা বলে সিটি করপোরেশনের আসবে” বলে আমাকে এস এম আবু ছালেহ শাসান। এ সময় কথার প্রতিবাদ করলে হঠাৎ করে ঘুষি মারেন। মারার কারণ জানতে চাইলে আবু ছালেহের নেতৃত্বে তাঁর সঙ্গে থাকা আরও দুজন উপর্যুপরি কিলঘুষি মারতে থাকেন। তিনজনে মিলে আমাকে কার্যালয়ের এক পাশে নিয়ে গিয়ে মারধর করেন। এমনকি পিস্তল দেখিয়ে আরও বড় ক্ষতি করার হুমকি দেন।’

মারধরে আহত হয়ে চিকিৎসা নেওয়ার কারণে বিষয়টি তাৎক্ষণিকভাবে সিটি করপোরেশনের দায়িত্বশীল কাউকে জানাতে পারেননি বলে জানান নুরুল আমিন। তিনি রাত সাড়ে নয়টায় বলেন, ‘চিকিৎসা নিয়েছি। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থাকে জানাব।’

ঠিকাদারকে মারধরের ঘটনা অস্বীকার করেছেন ঠিকাদার সমিতির সভাপতি এস এম আবু ছালেহ। তিনি প্রথম আলোকে বলেন, নুরুল আমিনসহ সাত-আটজন ঠিকাদার প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে হট্টগোল করতে থাকেন। বিগত মেয়রের সময় উন্নয়নকাজের ভাগ–বাঁটোয়ারা নিয়ে তাঁদের মধ্যে এই হট্টগোল হচ্ছিল। তিনিও ওই সময় প্রধান প্রকৌশলীর কার্যালয়ে যাচ্ছিলেন। তখন তাঁদের হইচই করতে নিষেধ করেন। এই সময় এক ঠিকাদার তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। তবে তিনি তাঁকে খারাপ ব্যবহার করতে নিষেধ করেন। এরপর চলে আসেন। পরে জেনেছেন ওই ঠিকাদারের নাম নুরুল আমিন।

সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন আজ রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদারকে মারধরের কোনো ঘটনা বা অভিযোগ কেউ তাঁকে অবহিত করেননি। সচরাচর নিরাপত্তাজনতি কোনো ঘটনা ঘটলে তাঁকে অবহিত করা হয়। কিন্তু বৃহস্পতিবার দিনের বেলায় মারধরের ঘটনায় তাঁকে কেউ কিছু জানাননি।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর চট্টগ্রাম সিটি করপোরেশনে ঠিকাদারদের নতুন সমিতি গঠন করা হয়। মূলত বিএনপিপন্থী ঠিকাদারেরা এ সমিতি গঠন করেন। নতুন করে গঠিত এই সমিতির সভাপতি হচ্ছেন এস এম আবু ছালেহ।

এর আগে গত বছরের ২৯ জানুয়ারি কাজ না পেয়ে একদল ঠিকাদার সিটি করপোরেশনের আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীকে সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে তাঁর দপ্তরে ঢুকে মারধর করেন। এ সময় প্রকল্প পরিচালকের টেবিল ও নামফলক ভেঙে ফেলা হয়। এই ঘটনার পর ওই প্রকল্প পরিচালক আর সিটি করপোরেশনে আসেননি।