গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে মহানগরীর দাখিনখান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, বেলা দেড়টার দিকে কয়েকজন যুবক বয়সের ছেলে দাখিনখান সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি খালি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাজীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ধীরাশ্রম এলাকায় বাসিন্দা আয়ুব আলী বলেন, তাঁরা কয়েকজন একটি দোকানে বসে আড্ডা দিচ্ছেলেন। হঠাৎ ট্রাক থেকে ধোঁয়া উঠতে দেখে তাঁরা এগিয়ে যান। পরে তাঁরাই ফায়ার সার্ভিসে খবর জানায়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সামাদ মিয়া বলেন, সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, ট্রাকে আগুন কি নাশকতা না যান্ত্রিক ত্রুটি, তা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত দুই সপ্তাহে গাজীপুর শহরে এলাকায় আরও চারটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।