বিকাশ-প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বান্দরবানে ৮টি প্রতিষ্ঠানকে বই বিতরণ করা হয়েছে। আজ বেলা ১১টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে
বিকাশ-প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বান্দরবানে ৮টি প্রতিষ্ঠানকে বই বিতরণ করা হয়েছে। আজ বেলা ১১টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে

বান্দরবানে আটটি প্রতিষ্ঠান পেল বই

বান্দরবানে বিকাশের উদ্যোগ ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় সাতটি প্রতিষ্ঠানে ৯ শতাধিক বই বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব বই বিতরণ করা হয়।

বই পেয়েছে থানচি বালিকা উচ্চবিদ্যালয়, রুমা সাঙ্গু সরকারি কলেজ, রোয়াংছড়ি উপজেলার উইসারা গণপাঠাগার, কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালা, আলীকদম কলেজ, চেমি ডলুপাড়া উচ্চবিদ্যালয় ও লামার মহামুনি শিশু সদর পাঠাগার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার প্রবণতা কমে গেছে। এই প্রবণতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়াকে সহশিক্ষা হিসেবে অন্তর্ভুক্ত করা জরুরি।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ ইয়াকুব মালিক, রুমা সাঙ্গু সরকারি কলেজের অর্থনীতির শিক্ষক হারুনুর রশিদ, বাংলাদেশ বেতারের উপবার্তা-বার্তা নিয়ন্ত্রক মো. হায়দার আলী, সহকারী পরিচালক অনুদেব চাকমা; বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

বই পাওয়া প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য দেন চেমি ডলুপাড়া সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিতোষময় বড়ুয়া, থানচি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, উইসারা পাঠাগারের ক্যসাইনু মারমা প্রমুখ।

বিকাশ এ বছর সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট।