নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগের ব্যাখ্যা দিতে চাঁদপুর-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী ওরফে মায়াকে (বীর বিক্রমের) তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
আজ সোমবার নির্বাচনী অনুসন্ধান কমিটির চাঁদপুর-২–এর চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) সাইয়েদ মাহবুবুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
চিঠিতে ৬ ডিসেম্বর বেলা ১১টায় চাঁদপুর-২–এর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীর বা উপযুক্ত কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়।
স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে গত শনিবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ইসফাক কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য।
লিখিত অভিযোগে বলা হয়, ইসফাক ৩০ নভেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এর পর থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরীর সমর্থকেরা নানাভাবে ইসফাক সমর্থক ও এলাকার সাধারণ মানুষের বাড়িতে হামলা করে বাড়িঘর ভাঙচুর করেছেন। এমনকি তাঁদের মারধর করে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট করা হয়। নানা সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকি দেওয়া হয়েছে, ইসফাকের পক্ষে কাজ করলে তাঁদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে।
লিখিত অভিযোগে ইসফাক আরও বলেন, ১ ডিসেম্বর কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান সোবহান সরকার ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে মোটরসাইকেল মহড়া দেন এবং প্রার্থীর বাড়িতে প্রকাশ্য হুমকি দেন। এর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে গেছে। ইউপি চেয়ারম্যান সোবহান আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেনের অনুসারী।