চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহর পদত্যাগ দাবিতে ওয়াসা ভবনে বিক্ষোভ। আজ দুপুর ১২টায়
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহর পদত্যাগ দাবিতে ওয়াসা ভবনে বিক্ষোভ। আজ দুপুর ১২টায়

চট্টগ্রাম ওয়াসা

ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরের ওয়াসা ভবনের এমডির কার্যালয়ে এ কর্মসূচি পালন করে ‘বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজ চট্টগ্রাম’ নামের একটি সংগঠন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ও সরেজমিন দেখা যায়, দুপুর পৌনে ১২টার দিকে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে ওয়াসা ভবনে জড়ো হন বিক্ষোভকারীরা। ভবনের দ্বিতীয় তলায় এমডির কার্যালয়ে গিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় এ কে এম ফজলুল্লাহ কার্যালয়ের ভেতরেই ছিলেন। ১০ মিনিট পর কার্যালয়ে তালা ঝুলাতে গেলে বিএনপিপন্থী কর্মচারীরা এসে বাঁধা দেন। পরে বিক্ষোভকারীদের ভবনের নিচে নামিয়ে দেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করে। বেলা দুইটায় আজকের মতো আন্দোলন সমাপ্ত ঘোষণা করেন বিক্ষোভকারীরা।

ওয়াসা ভবনে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। আজ দুপুর ১২টায় ওয়াসা ভবনে

বিক্ষোভে অংশ নিয়েছেন ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী জাতীয় প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সহসভাপতি এস এম নাজের হোসাইন। তিনি প্রথম আলোকে বলেন, এ কে এম ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে তাঁরা এই আন্দোলন করছেন। দীর্ঘ ১৫ বছরে বর্তমান এমডি নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। এ নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফলে তিনি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

এমডি এ কে এম ফজলুল্লাহ পদত্যাগের বিষয়ে বিক্ষোভকারীদের বলেছেন, ওয়াসা বোর্ডের মাধ্যমে সরকার তাঁকে নিয়োগ দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার চাইলে তিনি পদত্যাগ করে চলে যাবেন।