সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে গেছে। আজ সকালে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায়
সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে গেছে। আজ সকালে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায়

বাসা বদল করতে জিনিসপত্র নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, দুজন নিহত

বরিশালের গৌরনদীতে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আরও এক নারী আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মাদারীপুর উপজেলার কালকিনি উপজেলার মো. মহিম (২০) ও বাকেরগঞ্জ উপজেলার আলেক হাওলাদার (৪২)।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাকেরগঞ্জগামী একটি পিকআপ ভ্যান আজ সকাল সাড়ে ছয়টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। তখন বিপরীত থেকে আসা মাদারীপুরগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর পিকআপটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক মহিম ও তাঁর পাশে বসা যাত্রী আলেক হাওলাদার নিহত হন। একই সঙ্গে আলেকের স্ত্রী আসমা বেগম আহত হয়েছেন। তাঁকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আসমা বেগম জানান, তাঁরা বাসাবাড়ি বদল করে ঢাকা থেকে বরিশালের বাকেরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পরে গৌরনদী এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন।

ওসি গোলাম রসুল মোল্লা বলেন, লাশ দুটি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। দুর্ঘটনাকবলিত যানবাহনটি আটক করে থানায় রাখা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।