সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা সংস্কারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। বৃহস্পতিবার বিকেলে খুলনার জিরো পয়েন্ট এলাকায়
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা সংস্কারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। বৃহস্পতিবার বিকেলে খুলনার জিরো পয়েন্ট এলাকায়

কোটা বাতিলের দাবি

জিরো পয়েন্ট অবরোধ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে খুলনার জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ অবরোধ শুরু হয়। বৃষ্টির কারণে সাড়ে ছয়টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত জিরো পয়েন্টে ঢাকা, সাতক্ষীরা, যশোরসহ বিভিন্ন এলাকা থেকে চারটি সড়ক এসে মিলিত হয়েছে। খুলনা নগরে প্রবেশের অন্যতম পথও সেটি। শিক্ষার্থীদের দুই ঘণ্টার অবরোধে চারটি সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চার সড়কেই যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

অবরোধের সময় ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’—এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী বলেন, বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেখানে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৯৫ শতাংশ কোটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে যোগ্যতা থাকার পরও মেধাবী শিক্ষার্থীরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। এ জন্য কোটা পুনর্বহালের রায় বাতিল চেয়ে তাঁরা বলেন, কোটাপদ্ধতি যত দিন থাকবে, তত দিন তাঁদের আন্দোলন চলবে।

কোটা সংস্কারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। বৃহস্পতিবার বিকেলে খুলনার জিরো পয়েন্ট এলাকায়

খুলনার হরিণটানা থানার পাশেই জিরো পয়েন্ট। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা সড়ক বন্ধ ছিল। এ জন্য চার পাশের সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। সাড়ে ছয়টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।