দেশে চলমান দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ভিন্নধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করতে টাঙ্গাইল এসেছেন মোহাম্মদ হানিফ ওরফে ‘হানিফ বাংলাদেশি’। আজ বৃহস্পতিবার সকালে তিনি নাগরপুর ও দেলদুয়ারে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন। পরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একই স্মারকলিপি জমা দেন।
মো. হানিফ জানান, টাঙ্গাইলে প্রবেশের মধ্য দিয়ে তাঁর ৪৮টি জেলায় এই স্মারকলিপি দেওয়া সম্পন্ন হয়েছে। আজ বিকেলে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে ৩৭০তম উপজেলায় সফর পূর্ণ হয়েছে। তিনি ঘুষ, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানসহ গলায় ফেস্টুন, হাতে ‘বদলেও যাও, বদলে দাও’ লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে যাচ্ছেন।
গত ৫ জুন কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে তিনি এ কর্মসূচি শুরু করেছেন। আগামী বছরের ৩০ জানুয়ারি পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় স্মারকলিপি দেওয়ার মাধ্যমে ৬৪ জেলায় হানিফের সফর শেষ হবে।
২০১৯ সালের মার্চে হানিফ বাংলাদেশি ভোটাধিকারের দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পায়ে হেঁটে একক পদযাত্রা করেন। একই বছর নির্বাচন কমিশন অফিসে পচা আপেল দিয়ে প্রতিবাদ করেন। এরপর তিনি দুর্নীতির বিরুদ্ধে ৬৪ জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন এবং জেলায় জেলায় লাল কার্ড প্রদর্শন করেন।
নোয়াখালীর বাসিন্দা মোহাম্মদ হানিফ ১৯৯৯ সালে নোয়াখালীর বুলুয়া ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে তিনি লেখাপড়া ছেড়ে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে কমিশন এজেন্টের কাজ নেন। প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে ফাঁকে ফাঁকে এই প্রচারণা চালাচ্ছেন তিনি।