রংপুর নগরে হরতালের সমর্থনে বাম ফ্রন্টের মিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ উঠেছে। আজ রোববার সন্ধ্যায় শহরের জাহাজ কোম্পানি মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশের লাঠিপেটায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
পুলিশের লাঠিপেটায় বাম দলের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। সন্ধ্যার পর বাম ফ্রন্টের পক্ষ থেকে বাসদ (মার্ক্সবাদী) সদস্যসচিব আহসানুল আরেফিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আজ সন্ধ্যার পর শহরের প্রেসক্লাব এলাকা থেকে হরতালের সমর্থন ও সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বাম ফ্রন্টের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে সালেক পাম্প দিয়ে জাহাজ কোম্পানি মোড়ে পৌঁছালে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় পুলিশের লাঠিপেটায় বাসদের জেলা সমন্বয়ক আবদুল কুদ্দুস, বাসদের (মার্ক্সবাদী) সদস্যসচিব আহসানুল আরেফিন, জেলা কমিউনিস্ট পার্টির কর্মী রাতুজ্জামান, কাফি সরকার, ছাত্র ইউনিয়নের কর্মী মেহেদী হাসান, নাহিদ হাসান খন্দকার, নীরব সরকার, আবীর ইয়ামান, ছাত্র ফ্রন্টের কর্মী রিনা মুর্মু আহত হন।
জেলা বাসদের সমন্বয়ক আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে আমাদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।’
নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওমি) মাহফুজার রহমান মিছিলে হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, তাঁরা নিজেরাই দৌড়াদৌড়ি করে মিছিল শেষ করেন। তাঁদের কাউকে আটকও করা হয়নি।