গ্রেপ্তার
গ্রেপ্তার

সোনাগাজীতে হত্যা-গুলিবর্ষণের মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যা মামলায় সোনাগাজী থেকে কৃষক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন হেদায়েত উল্যাহ (৪৩) ও আজাদ হোসেন (৩৫)। গতকাল বুধবার রাতে পৌরসভার উত্তর চর চান্দিয়া ও উপজেলার স্বরাজপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

হেদায়েত উল্যা সোনাগাজী পৌরসভার কাউন্সিলর ও উপজেলা কৃষক লীগের সদস্য। আজাদ হোসেন উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল উড়ালসেতুর নিচে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ৫০ জনের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত হন অন্তত ১৩ জন। এসব ঘটনায় ফেনী সদর মডেল থানায় নিহতের পরিবার ও স্বজনদের পক্ষ থেকে আটটি হত্যা মামলা করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৌরসভার উত্তর চর চান্দিয়া এলাকা থেকে হত্যা ও গুলিবর্ষণের মামলার পলাতক আসামি হেদায়েত উল্যাহ এবং স্বরাজপুর থেকে আজাদ হোসেনকে গ্রেপ্তার করে ফেনী সদর মডেল থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা প্রথম আলোকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা ও গুলিবর্ষণের পৃথক মামলায় দুজনকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হবে।