বরুড়ায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ‘খেয়ালখুশিমতো’ প্রকল্প গ্রহণের অভিযোগ ইউপি চেয়ারম্যানদের

কুমিল্লা জেলার মানচিত্র
কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে খেয়ালখুশিমতো ১০ কোটি টাকার প্রকল্প গ্রহণের অভিযোগ করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা। উপজেলা পরিষদের সদস্যদের পাশ কাটিয়ে দরপত্র আহ্বান করায় গতকাল রোববার কুমিল্লা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন উপজেলার ১৩ জন ইউপি চেয়ারম্যান।

বরুড়া উপজেলায় ১৫টি ইউনিয়ন। খোশবাস দক্ষিণ ও শিলমুড়ি উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ছাড়া অপর ১৩ জন চেয়ারম্যান এই লিখিত অভিযোগে সই করেন। গালিমপুর ইউপি চেয়ারম্যান রবিউল আলম বলেন, তাঁদের পাশ কাটিয়ে প্রকল্প গ্রহণ ও দরপত্রের নোটিশ জারি করা হয়েছে। তাঁরা বিষয়টির সুরাহা চান।

ইউপি চেয়ারম্যানদের অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলা পরিষদের অনুমোদন ও উপজেলা পরিষদের নীতিমালা অনুসরণ না করে নিজেদের খেয়ালখুশিমতো ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের প্রায় ১০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও। তাঁরা কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে দরপত্র আহ্বান করেন, যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানেরা অবগত নন। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনওর কাছে জানতে চাইলে তারা বলেন, তাঁদের সিদ্ধান্ত অনুযায়ীই দরপত্র হবে। বিষয়টি জেলা প্রশাসককে জানানোর পর তড়িঘড়ি করে গত ২৪ আগস্ট পরিষদের সভা ডেকে অনুমোদনের চেষ্টা চালানো হয়। ওই খবর পেয়ে ইউপি চেয়ারম্যানরা সভায় যোগ দেননি। এ অবস্থায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রকল্পের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলামের দাবি, ৩ কোটি ৮২ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে ১ কোটি ২৫ লাখ টাকার প্রকল্প ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের। তিনি বলেন, ‘তাঁদের (ইউপি চেয়ারম্যান) উপস্থিতিতে ওই প্রকল্প নেওয়া হয়। এখন ওরা প্রশ্ন তোলে কেন? সামনে নির্বাচন, ওরা আমাকে কলঙ্কিত করার চেষ্টা করছে।’

ইউএনও সাবরীনা আফরিন মুস্তাফা বলেন, তিনি কমিটির সদস্যমাত্র। উপজেলা চেয়ারম্যান প্রকল্পের সভাপতি। উপজেলা প্রকৌশলী সদস্যসচিব। এখানে তাঁকে জড়ানো হচ্ছে কেন? ইউপি চেয়ারম্যানরা তাঁকে কোনো কিছু জানাননি। এটা নিয়ে কোনো সমস্যা থাকলে পরিষদে আলোচনা হতে পারে।

জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, এই ধরনের একটি অভিযোগ তাঁর কাছে এসেছে। বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন।