সরিষাবাড়ীতে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি, থানায় জিডি

জামালপুর জেলার মানচিত্র
জামালপুর জেলার মানচিত্র

প্রথম আলোর জামালপুরের সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলামকে দেখে নেওয়ার হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে সরিষাবাড়ী থানায় এ জিডি করা হয়।

হুমকি দেওয়া ব্যক্তি নাম সাখায়াত আলম ওরফে মুকুল। তিনি সরিষাবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী।

অভিযুক্ত সাখায়াত আলম প্রথম আলোকে বলেন, ‘হুমকি দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি হলো, ওই রাতে নৌকা মার্কার লোকজন আমাদের একটি প্রচার কেন্দ্র ভাঙচুর করেন। খবর পেয়ে আমাদের লোকজনও সেখানে উপস্থিত হন। তখন উভয় পক্ষের একটা মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়। এ সময় ওই সাংবাদিক আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে নৌকা মার্কার লোকজনকে বিভিন্ন তথ্য দিচ্ছিলেন। সেই সময় আমি তাঁকে বলছি, ভাই আপনি কিন্তু কাজটি ঠিক করছেন না। আপনি এখান থেকে চলে যান।’

জিডিতে উল্লেখ করা হয়, সোমবার রাত সাড়ে নয়টার দিকে পেশাগত দায়িত্ব পালনে তথ্য সংগ্রহের জন্য মোটরসাইকেলযোগে সরিষাবাড়ী থানার দিকে যাচ্ছিলেন শফিকুল ইসলাম। পথে থানা মোড়ে সাক্ষাৎ হয় সাখায়াত আলমের সঙ্গে। একপর্যায়ে ওই কাউন্সিলর নির্বাচন শেষে দেখে নেওয়ার হুমকি দেন শফিকুলকে। এ ঘটনায় ওই রাতেই শফিকুল ইসলাম সরিষাবাড়ী থানায় জিডি করেন।

শফিকুল ইসলাম বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছি।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, জিডির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।