ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে রাজশাহীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে
ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে রাজশাহীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে

রাজশাহীতে জিপিএ–৫ উৎসব: ‘ভালো মানুষ হতে পারলে সবকিছু ভালো হবে’

রাজশাহীতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সকালে বৃষ্টি থামলেও আকাশ মেঘেভরা। এমন পরিস্থিতির মধ্যে আজ সকালে রাজশাহীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

সকাল ১০টা বাজার কয়েক মিনিট আগেই জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল পর্ব। এর আগে কৃতী শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলের নির্দিষ্ট বুথ থেকে ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে। শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে এসে আনন্দে মেতে ওঠে। নানা মুহূর্তের ছবিও তোলে তারা। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে প্রথম আলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তথাপি আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেবেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী, শিখোর পক্ষ থেকে শরিফুল ইসলাম, শাওন রেজা ও আব্দুল্লাহ সাদমান জামী। অনুষ্ঠানে সাত শিক্ষককে সংবধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়।

রাজশাহীর এ উৎসবে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছে প্রায় ৩ হাজার কৃতী শিক্ষার্থী। শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ইকবাল মতিন। তিনি বলেন, ‘তোমরা জিপিএ-৫ পেয়েছে। এটা একটা মানদণ্ড। কিন্তু তোমাদের ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ হতে পারলে সবকিছু ভালো হবে। দেশ এগিয়ে যাবে।’

ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে রাজশাহীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে

সারা দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসব আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএনআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

অনুষ্ঠানে গুনীজনদের বক্তব্য ছাড়াও থাকছে গান, নৃত্য ও আবৃত্তি। রাজশাহীর তানোর উপজেলা থেকে আসা কৃতী শিক্ষার্থী তাসবীর ইসলাম বলেন, ‘রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে।মনে হচ্ছিল, আজকে আসতেই পারব না। ভোরে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি নেই। পরে চলে এসেছি।’

পুঠিয়া থেকে আসা শিক্ষার্থী রোদেলা ইসলাম বলে, ‘এখানে অনেক ভালো লাগছে। ভাবতে ভালো লাগছে এই অনুষ্ঠান আমাদের জন্য।’