কুড়িগ্রামে মোনাজাতের সময় মারা গেলেন মুসল্লি

কুড়িগ্রাম জেলার মানচিত্র
কুড়িগ্রাম জেলার মানচিত্র

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ঈদুল ফিতরের নামাজ শেষে মোনাজাত চলাকালে এক মুসল্লি মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পৌরসভার কেরামতিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই মুসল্লির নাম সামছুল রহমান (৬০)। তিনি নাগেশ্বরী পৌরসভা এলাকার সেনপাড়া গ্রামের বাসিন্দা। ওই ব্যক্তির মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে নাগেশ্বরী কেরামতিয়া মাদ্রাসার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে  ঈদুল ফিতরের নামাজ শেষে মোনাজাত করার সময় ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। সে সময় পাশের মুসল্লিরা তাঁকে ধরাধরি করে নিরাপদ স্থানে নিতে নিতেই তিনি মারা যান। ঈদের নামাজে অংশ নেওয়া মুসল্লিদের ধারণা, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে নিহতের স্বজনেরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

নাগেশ্বরী থানার ওসি নবিউল হাসান বলেন, ‘শনিবার সকালে ঈদের নামাজ শেষে মোনাজাতের সময় এক ব্যক্তি মারা গেছেন। মৃত ব্যক্তি বয়স্ক ছিলেন, তাই স্বাভাবিক মৃত্যু হিসেবে এটাকে আমরা মনে করছি। ঈদগাহ ময়দান থেকেই লাশ তাঁর স্বজনেরা বাসায় নিয়ে গেছেন।’