ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের স্থলে দায়িত্ব পালন করবেন সরকারি কর্মকর্তারা। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এই জনপ্রতিনিধিরা ৫ আগস্টের পর ইউপি কার্যালয়ে নিয়মিত না যাওয়ায় তাঁদের স্থলে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ রোববার ময়মনসিংহের জেলা প্রশাসক এক অফিস আদেশের মাধ্যমে এ দায়িত্ব পরিবর্তন করেন। অফিস আদেশে বলা হয়েছে, তারাকান্দা উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান দীর্ঘদিন ধরে অনুপস্থিত আছেন। প্যানেল চেয়ারম্যানরাও কাজ না করায় দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজের চরম ব্যাঘাত ঘটছে। নাগরিকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর ধারা ১০১ ও ১০২ অনুসারে তারাকান্দা উপজেলার ১০টি ইউপিতে কর্মকর্তাদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।
ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম প্রথম আলোকে বলেন, যেসব ইউপিতে চেয়ারম্যানরা অফিস করছেন না, সেখানে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলাটির ১ নম্বর তারাকান্দা ইউপিতে উপজেলা সমবায় কর্মকর্তাকে, ২ নম্বর বানিহালা ইউপিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে, ৩ নম্বর কাকনী ইউপিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে, ৪ নম্বর গালাগাঁও ইউপিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে, ৫ নম্বর বালিখা ইউপিতে উপজেলা মৎস্য কর্মকর্তাকে, ৬ নম্বর ঢাকুয়া ইউপিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে, ৭ নম্বর রামপুর ইউপিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে, ৮ নম্বর কামারিয়া ইউপিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে, ৯ নম্বর কামারগাঁও ইউপিতে উপজেলা আইসিটি কর্মকর্তাকে, ১০ নম্বর বিসকা ইউপিতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন সুলতানা বলেন, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিশেষ পরিস্থিতি তৈরি হয়। ইউপি চেয়ারম্যানরা মাঝেমধ্যে পরিষদে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু শতভাগ সেবা দিতে পারছিলেন না মানুষকে। এতে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছিল।