ময়মনসিংহ জেলার মানচিত্র
ময়মনসিংহ জেলার মানচিত্র

ময়মনসিংহের তারাকান্দায় ১০ ইউপি চেয়ারম্যানের দায়িত্বে সরকারি কর্মকর্তারা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের স্থলে দায়িত্ব পালন করবেন সরকারি কর্মকর্তারা। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এই জনপ্রতিনিধিরা ৫ আগস্টের পর ইউপি কার্যালয়ে নিয়মিত না যাওয়ায় তাঁদের স্থলে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ রোববার ময়মনসিংহের জেলা প্রশাসক এক অফিস আদেশের মাধ্যমে এ দায়িত্ব পরিবর্তন করেন। অফিস আদেশে বলা হয়েছে, তারাকান্দা উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান দীর্ঘদিন ধরে অনুপস্থিত আছেন। প্যানেল চেয়ারম্যানরাও কাজ না করায় দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজের চরম ব্যাঘাত ঘটছে। নাগরিকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর ধারা ১০১ ও ১০২ অনুসারে তারাকান্দা উপজেলার ১০টি ইউপিতে কর্মকর্তাদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম প্রথম আলোকে বলেন, যেসব ইউপিতে চেয়ারম্যানরা অফিস করছেন না, সেখানে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

উপজেলাটির ১ নম্বর তারাকান্দা ইউপিতে উপজেলা সমবায় কর্মকর্তাকে, ২ নম্বর বানিহালা ইউপিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে, ৩ নম্বর কাকনী ইউপিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে, ৪ নম্বর গালাগাঁও ইউপিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে, ৫ নম্বর বালিখা ইউপিতে উপজেলা মৎস্য কর্মকর্তাকে, ৬ নম্বর ঢাকুয়া ইউপিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে, ৭ নম্বর রামপুর ইউপিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে, ৮ নম্বর কামারিয়া ইউপিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে, ৯ নম্বর কামারগাঁও ইউপিতে উপজেলা আইসিটি কর্মকর্তাকে, ১০ নম্বর বিসকা ইউপিতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন সুলতানা বলেন, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিশেষ পরিস্থিতি তৈরি হয়। ইউপি চেয়ারম্যানরা মাঝেমধ্যে পরিষদে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু শতভাগ সেবা দিতে পারছিলেন না মানুষকে। এতে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছিল।