নারায়ণগঞ্জে ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম আবু তাহের (৪০)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। তিনি স্থানীয় বাজারে ফল কেনাবেচা করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকায় লামিয়া আক্তার ও জামাল মিয়া পাশাপাশি বাসায় বসবাস করেন। গতকাল রাত নয়টার দিকে তাঁদের শিশুসন্তানদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার দৃশ্য দেখে দুই শিশুর পরিবারকে বিষয়টি জানাতে যান স্থানীয় বাসিন্দা আবু তাহের। এতে ক্ষুব্ধ হয়ে লামিয়া আক্তার ও তাঁর লোকজন আবু তাহেরকে পিটিয়ে আহত করেন। স্থানীয় লোকজন তাহেরকে উদ্ধার করে শহরের মণ্ডলপাড়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে লামিয়া আক্তার গা ঢাকা দিয়েছেন। এ কারণে এই বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া প্রথম আলোকে বলেন, দুই বাচ্চার মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।