রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত দুজনকে পুলিশে সোপর্দ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
ছবি: সংগৃহীত

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে দুই তরুণকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে এ ঘটনা ঘটে।

ওই দুই যুবকের নাম শিমুল ও আবির। শিমুল বিশ্ববিদ্যালয়–সংলগ্ন পার্কের মোড় ও আবির মডার্ন মোড়ের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিক করছিলেন। সেখানে এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন শিমুল ও আবির। পরে ওই দুজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই দুই তরুণ এক ছাত্রীকে বিরক্ত করছিল। তাদের আচরণ স্বাভাবিক ছিল না। পরে তাদের তাজহাট থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। ভুক্তভোগী ওই ছাত্রী লিখিত অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ওই তরুণদের আজ দুপুরে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (তাজহাট থানার উপপরিদর্শক) আজিজুল হক। তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই দুই তরুণের বিরুদ্ধে রাতের বেলায় ক্যাম্পাসে অনধিকার প্রবেশের অভিযোগ এনেছে। আজ দুপুরে তাঁদের আদালতে তোলার কথা আছে।