নিহত রেদওয়ান আহমেদ
নিহত রেদওয়ান আহমেদ

সখীপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সখীপুর-ইন্দারজানী সড়কের দেবলচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত রেদওয়ান আহমেদ (১৮) উপজেলার ছোট চওনা গ্রামের আবদুল লতিফের ছেলে। রেদওয়ান উপজেলার বড়চওনা-কুতুবপুর কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, আজ রোববার ভোরে রেদওয়ান তাঁর খালাতো ভাইকে মোটরসাইকেলে করে সখীপুরে পৌঁছে দেওয়ার জন্য আসেন। তাঁকে রেখে সকাল সাতটার দিকে রেদওয়ান আহমেদ একাই সখীপুর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সাড়ে সাতটার দিকে উপজেলার দেবলচালা এলাকায় পৌঁছালে সেখানে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন রেদওয়ান।

গুরুতর আহত রেদওয়ানকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকেরা রেদওয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সকাল সাড়ে নয়টার দিকে অ্যাম্বুলেন্সে সাভার এলাকায় পৌঁছালে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রেদওয়ানকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান প্রথম আলোকে বলেন, কোনো অভিযোগ না থাকায় আজ বিকেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।