লাশ
লাশ

ফেনীতে গৃহবধূসহ দুজনের মরদেহ উদ্ধার

ফেনীতে এক গৃহবধূসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের একজন প্রবাসীর স্ত্রী ও অপরজন ভাসমান যুবক। তাঁদের মরদেহ ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

নিহতরা হলেন শাহনাজ বেগম (১৯) ও মুহাম্মদ ডালিম (৩৫)। এর মধ্যে শাহনাজ ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের নতুনবাজার এলাকার মধ্যপ্রাচ্যপ্রবাসী আবদুল্লাহ আল ফাহিমের স্ত্রী। অপরজন ডালিম বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার মুহাম্মদ তোতাম্বর শেখের ছেলে।

পুলিশ জানায়, শহরের পূর্ব উকিল পাড়ার মোতালেব ম্যানশনে শাহনাজ বেগম নামের এক গৃহবধূর মৃত্যুর বিষয়টি গৃহবধূর স্বামীর মাধ্যমে পাশের ফ্ল্যাটের ভাড়াটেরা অবগত হন। পরে পুলিশে জানালে আজ বৃহস্পতিবার সকালে ওই ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পারিবারিক কলহ থেকে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

রেলওয়ে পুলিশ, ফেনীর ইনচার্জ উপপরিদর্শক হারুনুর রশিদ জানান, এক প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাতে ফেনী রেলস্টেশন এলাকা থেকে ডালিম নামের এক ভাসমান যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গৃহবধূসহ দুজনের মৃত্যুর কারণ ময়নাতদন্তে জানা যাবে। নিহতদের পরিবারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ চলমান।