পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধানোর জন্যই বিএনপি মাঠে: শাজাহান খান

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাজাহান খান। শুক্রবার দুপুরে মাদারীপুর শহরের এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে
ছবি: প্রথম আলো

সারা দেশে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধানোর জন্যই মাঠে আন্দোলন করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। তিনি বলেন, বিএনপি বাঁশের মাথায় জাতীয় পতাকা টাঙিয়ে সংঘর্ষের জন্যই মাঠে নামছে। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে আওয়ামী লীগ জনগণের পাশে থাকবে।

আজ শুক্রবার দুপুরে মাদারীপুর শহরের এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান এ কথা বলেন।

শাজাহান খান আরও বলেন, বিগত দিনে বিএনপি আন্দোলনের কথা বলে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তখন জনগণের শান্তি রক্ষা করতে মাঠে নেমেছিল আওয়ামী লীগ। ভবিষ্যতেও বিএনপি-জামায়াতের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখলে তাদের প্রতিহত করতে মাঠে নামবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এ দেশের জনসাধারণের দল, তাদের প্রয়োজনে মাঠে তো থাকবেই।’

মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মী নিহত হওয়ার ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে শাজাহান খান আরও বলেন, ‘পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন মারা গেছেন। এতে আমরাও দুঃখিত। আওয়ামী লীগও চায়, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন, মিছিল-মিটিং করুক। তারা যদি পুলিশের ওপর হামলা চালায়, তাহলে পুলিশ তো বসে থাকবে না। কাজেই শান্তিপূর্ণভাবে তারা তাদের দাবি করুক, তাহলে কেউ তাদের বাধা দেবে না।’

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, সাবেক পৌর মেয়র নূরুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, অনুভবের কেন্দ্রীয় কমিটির পরিচালক মিন্টু কুমার মণ্ডল, অনুভবের জেলা শাখার সম্পাদক বিশ্বজিৎ বৈদ্য প্রমুখ।