আমির হোসেন আমুর গ্রেপ্তারের খবরে ঝালকাঠিতে আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ। আজ বুধবার দুপুরে
আমির হোসেন আমুর গ্রেপ্তারের খবরে ঝালকাঠিতে আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ। আজ বুধবার দুপুরে

ঝালকাঠিতে আমুর গ্রেপ্তারে আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ

ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর গ্রেপ্তারের খবরে ঝালকাঠিতে আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আইনজীবী সমিতির বিএনপিপন্থী সদস্যরা।

আমুকে গ্রেপ্তারের খবর ঝালকাঠিতে ছড়িয়ে পড়লে বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। দুপুরে জেলা আইনজীবী সমিতি চত্বরে আনন্দমিছিল করেন জেলা আইনজীবী সমিতির বিএনপিপন্থী সদস্যরা। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। আইনজীবী ও বিএনপি নেতা-কর্মীদের আমির হোসেন আমুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাঁরা আমুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আনন্দমিছিলে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, শ্রমিক দলের আহ্বায়ক টিপু সুলতান প্রমুখ।

আনন্দমিছিল শেষে বিএনপি নেতারা বলেন, আমু বিনা ভোটে এমপি হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। তিনি বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-হামলাসহ অত্যাচার চালিয়েছেন। তিনি অবৈধভাবে অনেক টাকার মালিক হয়েছেন। আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরে একটি সুবিধাবাদী গোষ্ঠীর উত্থান ঘটেছিল জেলায়, যারা আমুর হয়ে জেলার সব ধরনের ঠিকাদারি নিয়ন্ত্রণ, নিয়োগ-বাণিজ্য, কমিটি গঠন, নির্বাচনী মনোনয়ন বিক্রি করত। এই চক্রের মাধ্যমে আমু হয়ে উঠেছিলেন ঝালকাঠির গডফাদার।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর আমুর ঝালকাঠির বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা ও অগ্নিসংযোগ করেন। পরে ওই বাড়ি থেকে পোড়া-অক্ষত মিলিয়ে প্রায় চার কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ। এর আগেই আমু পালিয়ে যান।