ছবি: শহীদ এ এইচ এম কামরুজ্জামানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তাঁর ছেলে খায়রুজ্জামান লিটনসহ আওয়ামী লীগের নেতারা। আজ বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায়। ছবি: শহীদুল ইসলাম
রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের ১০১তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে নগরের কাদিরগঞ্জে কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর ছেলে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটির মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এরপর সেখানে আওয়ামী লীগের জেলা, নগর, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭৪ সালের ১৮ জানুয়ারি তিনি মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন। এ সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে শহীদ কামারুজ্জামানসহ জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দেন।
মেয়র বলেন, এ এইচ এম কামারুজ্জামান কর্মিবান্ধব নেতা ছিলেন। তাঁর সঙ্গে দেখা করতে ভোরে দলীয় নেতা-কর্মীরা বাড়িতে চলে আসতেন। দীর্ঘ ৩৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনোই নির্বাচনে পরাজিত হননি। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর নির্দেশে তিনি প্রজ্ঞা ও মেধা দিয়ে দেশ গড়ার কাজ শুরু করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে এ এইচ এম কামারুজ্জামানসহ আরও জাতীয় তিন নেতাকে হত্যা করে ঘাতকেরা।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার প্রমুখ।
এ এইচ এম কামারুজ্জামানের জন্মবার্ষিকী উপলক্ষে হিফজুল কোরআন ও কিরাত প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করায় নগর ভবনের সিটি হলরুমে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেয়র খায়রুজ্জামান লিটন।
জাতীয় নেতা কামারুজ্জামান ১৯২৩ সালের ২৬ জুন বৃহত্তর রাজশাহী জেলার নাটোর মহকুমার বাগাতিপাড়া থানার মালঞ্চী রেলস্টেশন–সংলগ্ন নূরপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস রাজশাহী শহরের কাদিরগঞ্জ মহল্লায়।