চট্টগ্রামের হাটহাজারীতে স্ত্রীকে আগুন পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। স্বামীর নাম মো. সোহেল। আজ রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এ মামলাটি করেন ভুক্তভোগীর মা লাকী আক্তার।
বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ প্রথম আলোকে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে হাটহাজারী থানার ওসিকে মামলা হিসেবে নিতে নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৩ ডিসেম্বর রাঙ্গুনিয়ার বাসিন্দা সোহেলের সঙ্গে বিয়ে হয় এ্যানি আক্তারের। বিয়ের পর থেকে এ্যানিকে যৌতুকের জন্য নির্যাতন করতে থাকে। শেষে ১ লাখ টাকা যৌতুকের জন্য নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। ক্যানসারে আক্রান্ত বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা এনে স্বামীকে দেন। এরপরও থামেনি নির্যাতন। গত ২ মে হাটহাজারীর বুড়িশ্চর এলাকার ভাড়া বাসায় এ্যানি আক্তারের দুই পা চুলায় দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে মো. সোহেল প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী মৃগী রোগী। চা করতে গিয়ে মাটির চুলায় দুই পা ঢুকে যায়। তিনি কোনো যৌতুক দাবি করেননি।