পিরোজপুর সদর উপজেলার ডুমুরিতলা গ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাবেক পৌর কাউন্সিলর মো. জালাল ফকিরের বসতঘর থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। গতকাল শনিবার রাত সোয়া ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. মুকিত হাসান খান বলেন, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী সদর উপজেলার ডুমুরিতলা গ্রামে সাবেক পৌর কাউন্সিলর মো. জালাল ফকিরের বসতঘরে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে জালাল ফকির পালিয়ে যান। এরপর যৌথ বাহিনী তাঁর ঘরে তল্লাশি চালিয়ে একটি এয়ারগান উদ্ধার করে। জালাল ফকির পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর, ইন্দুরকানি) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের অনুসারী। তিনি এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত।
পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, জালাল ফকিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা আছে। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের ব্যাপারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।