রেলওয়ে কারখানায় আনার পথে একটি বগি লাইনচ্যুত হয়। আজ শনিবার বেলা তিনটার দিকে নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনের কাছে
রেলওয়ে কারখানায় আনার পথে একটি বগি লাইনচ্যুত হয়। আজ শনিবার বেলা তিনটার দিকে নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনের কাছে

সৈয়দপুরে মেরামতের জন্য আনা বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতের জন্য আনা একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার বেলা দুইটার দিকে সৈয়দপুর রেলস্টেশনের কাছে ও রেলওয়ে কারখানার ২০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। এতে চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে খুলনা, রাজশাহীগামী অন্যান্য ট্রেনের চলাচল বন্ধ আছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি ঈদের বিশেষ ট্রেন হিসেবে জয়দেবপুর-পার্বতীপুর রুটে চলাচল করেছে। ট্রেনে ১৩টি বগি আছে। রুটিন মেরামতের জন্য এসব বগি রেলওয়ে কারখানায় আনা হচ্ছিল। এর মধ্যে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। সৈয়দপুর-পার্বতীপুর রুটে সব ট্রেনের চলাচল বন্ধ আছে বলে জানান স্টেশনমাস্টার ওবাইদুল ইসলাম।

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধা বলেন, রেলের কর্মকর্তা ও কর্মচারীরা কাজ করছেন। তবে সন্ধ্যার আগে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে জানান তিনি।