কক্সবাজার জেলার ম্যাপ
কক্সবাজার জেলার ম্যাপ

টেকনাফে বাড়ির আঙিনায় পাওয়া গেল গ্রেনেড-বোমা ও রাইফেলের গুলি

কক্সবাজারের টেকনাফে একটি বাড়ির আঙিনায় বিশেষ কৌশলে বালুর বস্তার নিচে লুকিয়ে রাখা ২টি গ্রেনেড, ১টি বোমা, ২৪০টি রাইফেলের গুলি ও একটি কম্পাস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মো. শফিউল আলম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার মৃত সুলতান আহমেদের ছেলে। আজ রোববার ভোররাতে বিজিবি তাঁকে আটক করে।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে অস্ত্র ও গোলাবারুদের একটি চালান এসেছে খবর পেয়ে শফিউল আলমের বাড়ি ঘেরাও করেন বিজিবি সদস্যরা। এ সময় বাড়ি থেকে শফিউল আলম পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তাঁকে আটক করেন। পরে তাঁর বসতভিটা ও ঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বাড়ির আঙিনায় বালুর বস্তার নিচে রাখা গ্রেনেড-বোমা, গুলি ও কম্পাসটি পাওয়া যায়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, আটক ব্যক্তি জানিয়েছেন মিয়ানমার থেকে অবৈধভাবে এসব গ্রেনেড-বোমা ও গুলি এনেছেন। দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে তিনি বাড়িতে এসব মজুত করেন। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে। পরে তাঁকে পুলিশকে সোপর্দ করা হয়।