মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজ উদ্দিন ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম
মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজ উদ্দিন ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম

বিএনপি–ছাত্রদলের দুই নেতা মেঘনা ও নাঙ্গলকোটে চেয়ারম্যান প্রার্থী

কুমিল্লার মেঘনা ও নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বিএনপি ও ছাত্রদলের দুই নেতা। তাঁরা হলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. রমিজ উদ্দিন এবং নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম।

আজ সোমবার সন্ধ্যায় মনোনয়নপত্র অনলাইনে জমাদানের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান দুজনের মনোনয়নপত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন মো. রমিজ উদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন, মো. সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, মো. আবদুস সালাম ও মো. তাজুল ইসলাম। এর মধ্যে মো. রমিজ উদ্দিন মেঘনা উপজেলা বিএনপির সভাপতি। অপর চার প্রার্থী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। পাঁচ প্রার্থীর মধ্যে মোহাম্মদ নাসির উদ্দিন প্রথমবার নির্বাচন করছেন। অন্যরা আগেও উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন।

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে মো. রমিজ উদ্দিন সোমবার রাতে প্রথম আলোকে বলেন, ‘বিএনপি উপজেলা নির্বাচনে যাবে না সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তাই আমি প্রার্থী হয়েছি। মেঘনা উপজেলায় বিএনপির ভোট বেশি। আওয়ামী লীগের প্রার্থী চার জন। ফলে আমার জয়ের সম্ভাবনা আছে। ওই কারণে প্রার্থী হয়েছি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. রমিজ উদ্দিন এলাকায় ‘রমিজ উদ্দিন লন্ডনী’ নামে পরিচিত। তাঁর গ্রামের বাড়ি মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের মুগারচর গ্রামে। তাঁরা বাবা ১৯৬০ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত লন্ডনে ছিলেন। তিনিও লন্ডনে থাকেন। এলাকায় আসা–যাওয়ার মধ্যে আছেন। গত কয়েক বছর ধরে তিনি এলাকায় রাজনীতি করেন বিএনপির। একাধিকবার উপজেলা নির্বাচনে প্রার্থী হন।

এদিকে নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী হয়েছেন। তাঁদের দুজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। তাঁরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ ভূঁইয়া ও ঢালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাছান বাছির ভূঁইয়া। আরেকজন মো. শাহাদাত হোসেন নাঙ্গলকোটের কম্পিউটার সেন্টারে অপারেটর পদে চাকরি করেন। মো. মাজহারুল ইসলাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি মক্রবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

জানতে চাইলে মো. মাজহারুল ইসলাম বলেন, ‘দলে এখন আর আমার কোনো পদবি নেই। আমি নির্বাচন করব। সে জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছি।’

মাজহারুল ইসলাম কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার অনুসারী।