সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্রপ্রার্থী আবদুল লতিফ বিশ্বাসের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে বেলকুচি পৌর এলাকার কলেজ মোড় কড়ইতলা এলাকায়
সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্রপ্রার্থী আবদুল লতিফ বিশ্বাসের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে বেলকুচি পৌর এলাকার কলেজ মোড় কড়ইতলা এলাকায়

বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধর ও ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য আবদুল মমিন মণ্ডলের সমর্থক বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ বিশ্বাসের সমর্থকদের ওপর হামলা ও একটি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বেলকুচি পৌরসভার কলেজ মোড় কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় সুমন হিটলার (৩২) নামে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী আহত হয়েছেন। স্থানীয়ভাবে তিনি চিকিৎসা নিয়েছেন। সুমন হিটলার পৌর শহরের মুকুন্দগাঁতি গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে তিনটার দিকে বেলকুচি পৌর এলাকার কলেজ মোড় কড়ইতলা এলাকায় হঠাৎ নৌকা প্রতীকের সমর্থক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে একদল লোক স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ বিশ্বাসের ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে হামলা করে ভাঙচুর করেন। এ সময় ঈগল প্রতীকের সমর্থক সুমন হিটলার মোটরসাইকেল নিয়ে গেলে তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করা হয় এবং লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি পেটানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত সুমন হিটলার প্রথম আলোকে বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার নির্বাচন করায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ কয়েকজন এসে আমার ওপর হামলা করে। তার আগে কড়ইতলা এলাকার ঈগলের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে।’

অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বলেন, সুমনসহ কয়েকজন আওয়ামী লীগের প্রার্থী আবদুল মমিন মণ্ডলের সমর্থক আলমাছ আলীকে নৌকার নির্বাচন করায় হুমকি দিয়েছিলেন। এ বিষয়ে তাঁকে ডেকে জিজ্ঞাসা করার সময় হালকা ধস্তাধস্তি হয়েছে। ঈগল প্রতীকের কোনো নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর বা হামলার কোনো ঘটনা ঘটেনি।

নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী পর্যবেক্ষক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার বলেন, ‘আমরা মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিবেশ শান্ত আছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।