গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল নয়টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিমাইচালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক মজিবুর রহমান (৪০) ওই গ্রামেরই বাসিন্দা।
নিহতের স্বজন মো. আতাউর রহমান প্রথম আলোকে বলেন, মজিবুর রহমান সৌদি আরবে থাকতেন। বাড়িতে এসে তিনি কৃষিকাজে যুক্ত হন। আজ সকালে তিনি তাঁদের পুরোনো বাড়িতে যান। সেখানে গিয়ে পাশের কলাখেতে পানি দেওয়ার জন্য মোটরের সুইচ চাপেন। মুহূর্তেই বিকট শব্দে সুইচবোর্ডটিতে বিস্ফোরণ ঘটে। এ সময় মজিবুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তাঁর মৃত্যু হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক মো. ফুরকান খান প্রথম আলোকে বলেন, ‘আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি।’