শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘গণ–অভ্যুত্থান–উত্তর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে আজ রোববার বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্য মানজুর আল মতিন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘গণ–অভ্যুত্থান–উত্তর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে আজ রোববার বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্য মানজুর আল মতিন

শাহজালালে সেমিনার অনুষ্ঠিত

‘জুলাই বিপ্লব ছিল ভিন্নমত প্রকাশের স্বাধীনতার জন্য’

ভিন্নমত প্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য ও আইনজীবী মানজুর আল মতিন। তিনি বলেন, ‘কিছু মৌলিক বিষয়ে সবাই এক হওয়া প্রয়োজন। আমাদের জুলাই বিপ্লব ছিল ভিন্নমত প্রকাশের স্বাধীনতার জন্য। রাজনৈতিক সমস্যা নিরসনে বিরাজনীতি মনোভাব লালন করা ঠিক নয়। আমাদের কাজ করতে হবে তাঁদের জন্য, যাঁরা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন এবং তাঁদের স্বপ্নগুলো নিয়ে।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে আজ রোববার সকালে এক সেমিনারে মানজুর আল মতিন এ কথাগুলো বলেন। ‘গণ–অভ্যুত্থান–উত্তর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সংগঠন প্ল্যাটফর্ম ফর জুলাই জাস্টিস।

মানজুর আল মতিন বলেন, ‘বাঙালি জাতির ইতিহাস বলে আমাদের দীর্ঘদিন দাবিয়ে রাখা যায় না। সর্বশেষ জুলাই বিপ্লবে আমরা তারই প্রতিফলন দেখেছি। যেখানে স্বৈরশাসকের পতন করতে দেশের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে যায়।’ ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়াগুলো প্রচার করছে এখানে হিন্দু–মুসলিমদের লড়াই চলছে কিন্তু বাস্তবতা সেটি নয়। তারা অপপ্রচার চালানোর মাধ্যমে আমাদের দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে।’

সেমিনারে মানজুর আল মতিন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি জুলাই বিপ্লব–পরবর্তী দেশ গঠন, বর্তমানে চলমান সহিংসতা মোকাবিলা, সংখ্যালঘু নির্যাতন কমানো, বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্র সংসদের প্রয়োজনীয়তাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।