ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। তাঁর নাম মো. সাহাব উদ্দিন (২৪)। আজ রোববার দুপুর ১২টার দিকে মহাসড়কের ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে গতকাল শনিবার রাতে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের সদর উপজেলার কলঘর এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় নুরুল আমিন (৬৫) নামের এক পথচারী নিহত হন।
মো. সাহাব উদ্দিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহন এলাকার মো. বাবুল মিয়ার ছেলে। ফাজিলপুর (মুহুরিগঞ্জ) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর অংশের ঢাকামুখী লেনে সংস্কারকাজ চলছে। সে কারণে চট্টগ্রামমুখী লেনে দুই দিক থেকে যানবাহন চলাচল করছিল। আজ দুপুরে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস ও চট্টগ্রামমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত অবস্থায় পিকআপের চালক সাহাব উদ্দিনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাহাব উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
এদিকে গতকাল সন্ধ্যায় ফেনী-সোনাগাজী সড়কের অপর পাশের দোকানে চা খেতে গিয়েছিলেন সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের উত্তর ধলিয়া গ্রামের কলঘর এলাকার হাসান আলী ভূঞা বাড়ির বাসিন্দা নুরুল আমিন। রাত ৯টার দিকে সড়ক পারাপারের সময় ফেনী থেকে সোনাগাজীমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এ সময় তাঁকে দ্রুত উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে জানান, নুরুল আমিনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।