একাত্তর টিভির কুমিল্লার নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ও ক্যামেরা পারসন সাইদুর রহমানের ওপর হামলার ঘটনায় কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিনের কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। গতকাল শুক্রবার নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা জজ) মো. সিরাজ উদ্দিন ইকবাল নৌকার প্রার্থী বাহাউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেন।
কাল রোববার বেলা ১১টায় অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আ ক ম বাহাউদ্দিনকে অথবা তাঁর উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গত ২০ ডিসেম্বর (বুধবার) বেলা ১১টায় কুমিল্লা নগরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ফটকে বাহাউদ্দিনের নির্দেশে তাঁর নেতা-কর্মীরা পেশাগত দায়িত্ব পালনকালে কাজী এনামুল হক ও সাইদুর রহমানের ওপর হামলা করে মুঠোফোন ও লাইভ ডিভাইস ছিনিয়ে নিয়ে যান। বাহাউদ্দিনের পিএস (ব্যক্তিগত সহকারী) ক্যামেরা পারসন সাইদুরকে এলোপাতাড়ি মারধর করেন।
নোটিশে আরও বলা হয়, বাহাউদ্দিন সাংবাদিকদের দেখে ‘কোনো টিভির সাংবাদিক আমার কাভারেজে আসবে না’ বলে তিক্ত মন্তব্য করেন। তিনি একাত্তর টিভির সাংবাদিকদের দেখে তেড়ে আসেন ও অকথ্য ভাষায় গালাগাল করেন। এমন কার্যকলাপ উচ্ছৃঙ্খল আচরণের শামিল, যা অবাধ সুষ্ঠু নির্বাচনী পরিবেশের পরিপন্থী, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ১১ (ক) বিধির স্পষ্ট লঙ্ঘনও বলে প্রতীয়মান হয়। এমতাবস্থায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে বাহাউদ্দিনকে।
রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তাঁর (আ ক ম বাহাউদ্দিন) কাছে ব্যাখ্যা চেয়েছে অনুসন্ধান কমিটি।