আ.লীগের সংশ্লিষ্টতা, ত্রাণ তহবিলে ব্যবসায়ীদের দেওয়া টাকা ফেরত দিল বিএনপি

বন্যাকবলিত মানুষের সহায়তায় গঠিত বিএনপির ত্রাণ তহবিলে সিলেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চার লাখ টাকা অনুদান দেওয়া হয়েছিল। সমালোচনার মুখে ২৪ ঘণ্টার মধ্যেই সব টাকা ফেরত দিয়েছে বিএনপি। অনুদান দেওয়ার সময় আওয়ামী লীগ ঘরানার কয়েকজন ব্যবসায়ীর উপস্থিত থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার তৈরি হয়।

বিএনপি ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা একটায় নগরের দরগা গেট এলাকার একটি অভিজাত রেস্তোরাঁ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর বিএনপির ত্রাণ তহবিলে চার লাখ টাকার অনুদান তুলে দেওয়া হয়।

নগরের কালীঘাট এলাকার সিলেট ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত আলী আমজাদ রোড, লালদীঘিরপার, কালীঘাট, মহাজনপট্টি, শাহচট রোড, চাউলবাজার ও ডাকবাংলা রোড এলাকার ব্যবসায়ীদের উদ্যোগে এ অনুদানের টাকা হস্তান্তর করা হয়। গতকালের টাকা হস্তান্তর অনুষ্ঠানে আওয়ামী লীগ ঘরানার কিছু ব্যবসায়ী উপস্থিত থাকার ছবি প্রচার হওয়ার পরপরই সমালোচনা দেখা দেয়।

জেলা ও মহানগর বিএনপি জানিয়েছে, সমালোচনার বিষয়টি বিএনপির নেতাদের চোখে পড়ার পরপরই তাঁরা অনুদানের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক মো. দিলওয়ার হোসেনের কাছে অনুদানের পুরো টাকা ফেরত দেওয়া হয়।

ব্যবসায়ীদের কাছে টাকা ফেরত দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। এর আগে অনুদান গ্রহণকালে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাড়াও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা মূলত মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক জিয়া ও বিএনপি ঘরানার ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনের আমন্ত্রণে ত্রাণ তহবিলে অনুদান নিয়েছিলাম। পরে বিষয়টি নিয়ে সমালোচনা দেখা দিলে অনুদানের পুরো টাকা ফেরত দেওয়া হয়।’