নেত্রকোনার আটপাড়ায় বিএনপির পূর্বঘোষিত সম্মেলনের স্থানে আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগ প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে বলে অভিযোগ দলটির। এ কারণে স্থানীয় প্রশাসন উভয় পক্ষকে কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানালে সম্মেলন স্থগিত করে বিএনপি।
আগামীকাল রোববার দুপুরে উপজেলা সদরের বানিয়াজান এলাকায় বিএনপির এ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে আটপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মাসুম চৌধুরী বলেন, ‘পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা বানিয়াজান এলাকায় মঞ্চ নির্মাণের কাজ করছিলাম। সন্ধ্যায় প্রশাসন থেকে জানানো হয়, ওই স্থানে স্বেচ্ছাসেবক লীগও প্রতিবাদ সমাবেশ ডেকেছে। তাই সম্মেলন স্থগিত করা হয়েছে।’
এক সপ্তাহ আগে পুলিশ সুপারের কাছ থেকে সম্মেলনের জন্য অনুমতি নিয়েছিলেন বলে দাবি করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম ওরফে হিলালী।
তবে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ প্রথম আলোকে বলেন, সম্মেলনের অনুমতিসংক্রান্ত কোনো আবেদন পাননি তিনি।
অভিযোগ প্রসঙ্গে আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম বলেন, ‘দেশে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা–কর্মীদের ওপর বিএনপি হামলা ও নৈরাজের প্রতিবাদে বানিয়াজান এলাকায় কয়েক দিন আগে সমাবেশের আহ্বান করা হয়েছে। এখন ওই স্থানে বিএনপি সম্মেলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চায়।’
১৪৪ ধারা জারি করা হয়নি বলে উল্লেখ করে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ বলেন, ‘একই স্থানে দুই দলের কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। তাই আমরা উভয় দলের নেতা-কর্মীদের বুঝিয়ে শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান করেছি।’