বরিশালে গ্লোবাল হেভি কেমিক্যালস কোম্পানির আড়াইশ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের সদর রোডে
বরিশালে গ্লোবাল হেভি কেমিক্যালস কোম্পানির আড়াইশ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের সদর রোডে

বরিশালে গ্লোবাল হেভি কেমিক্যালসের শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

বরিশালে গ্লোবাল হেভি কেমিক্যালস কোম্পানি নামের একটি শিল্প কারখানার আড়াই শ শ্রমিক কর্মচারীকে ছাঁটাই করার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এই সমাবেশ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গ্লোবাল হেভি কেমিক্যালসের জ্যেষ্ঠ ইলেকট্রিশিয়ান নাসির শেখ। এতে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সমন্বয়ক মনীষা চক্রবর্তী।

সমাবেশে চাকরিচ্যুত শ্রমিকেরা বলেন, ‘ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত এই কোম্পানিতে আমাদের সবাইকে বরিশাল থেকে নিয়োগ দেওয়া হয়েছিল। বিষাক্ত ক্লোরিন গ্যাসসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ গ্যাস ও তরল এখানে প্রস্তুত করা হতো। এই কাজ করতে গিয়ে আমাদের ছোট-বড় দুর্ঘটনার শিকার হতে হয়েছে। এই কোম্পানিতে আমরা ২০ বছর শ্রম দিয়েছি। দীর্ঘদিন শ্রম দেওয়ার পরেও ২০ অক্টোবর বিনা নোটিশে মালিকপক্ষ আমাদের বে–আইনিভাবে ছাঁটাই করার ঘোষণা দেয় এবং একটি সাদা কাগজে সই রেখে কয়েক মাসের বেতন দিয়ে আমাদের বিদায় করে দেয়।’

সমাবেশে বাসদ নেতা মনীষা চক্রবর্তী বলেন, ওষুধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান অপসোনিন তাদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানিতে দীর্ঘদিন ধরেই শ্রমিকদের ওপর এ ধরনের অন্যায়-নিপীড়ন করে আসছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলন করে শ্রমিকদের অধিকার আদায় করেছি। এখন গ্লোবাল হেভি কেমিক্যালস কোম্পানির আড়াই শ শ্রমিককে অন্যায়ভাবে ছাঁটাইয়ের মাধ্যমে কোম্পানিটির নিপীড়নের সেই পুরোনো চিত্র ফুটিয়ে তুলেছে।

মনীষা চক্রবর্তী আরও বলেন, ‘আমরা যে বৈষম্যবিরোধী বাংলাদেশের জন্য লড়াই করি, সেই বাংলাদেশে কোনো শ্রমিক নির্যাতিত হবেন না। কিন্তু এরপরও আমরা দুঃখের সঙ্গে লক্ষ করছি শ্রমিকদের সঙ্গে মালিকেরা এমন নিষ্ঠুর বৈষম্যমূলক আচরণ করে যাচ্ছেন। কিন্তু আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। বৈষম্য বিলোপে আমাদের সংগ্রাম জারি থাকবে।’
মনীষা চক্রবর্তী অবিলম্বে গ্লোবাল হেভি কেমিক্যালস কোম্পানির এই শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান। অন্যথায় এই শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী যাবতীয় পাওনা পরিশোধ করার আহ্বান জানান। তা না হলে ওই দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন মনিষা চক্রবর্তী।  

সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক মো. শহিদুল হাওলাদার, বরিশাল রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলার সংগঠক রমজান আকন, অপসোনিন শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক রিয়াজুল ইসলাম, গ্লোবাল হেভি কেমিক্যালসের শ্রমিক তোফাজ্জেল হোসেন খান, হাবিবুর রহমান, সুজন মোল্লা, শামিম সর্দার, মো. রিপন, আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বিক্ষোভ সমাবেশ শেষে গ্লোবাল হেভি কেমিক্যালস কোম্পানির ছাঁটাই হওয়া শ্রমিকেরা  বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে তাঁরা উল্লেখ করেন, ‘আমরা দীর্ঘদিন এখানে চাকরি করার পর ও কোম্পানির কাছ থেকে শ্রম আইন অনুযায়ী কোনো গ্র্যাচুইটি, ছুটিভাতা, প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট কিছুই পাইনি। ফলে বর্তমানে আমাদের পথে বসার জোগাড় হয়েছে। কর্মসংস্থান হারিয়ে এবং ক্ষতিপূরণ না পেয়ে আমরা অত্যন্ত অসহায় অবস্থায় দিনাতিপাত করছি।’