রানীনগরে যুবদল নেতাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর

নওগাঁর রানীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান
ছবি: সংগৃহীত

নওগাঁর রানীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও যুবদল নেতা জাহিদুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আজ রোববার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়।

জাহিদুরের বড় ভাই মমতাজুর রহমান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীরা তাঁর ভাইকে এলোপাতাড়ি কোপানোয় হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় অনেক ক্ষত তৈরি হয়েছে। আজ সকালে হামলার পর প্রায় পাঁচ ঘণ্টা ধরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর অস্ত্রোপচার চলে। কিন্তু তাঁর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

এর আগে সকাল ১০টার দিকে পারইল ইউপি কার্যালয়ে ঢুকে চেয়ারম্যান জাহিদুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জাহিদুর রহমান পারইল গ্রামের মৃত তছির উদ্দীন ফকিরের ছেলে এবং উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।

পারইল ইউপির সচিব তরিকুল ইসলাম বলেন, কার্যালয়ে বসে সেবাপ্রত্যাশীদের সেবা দিচ্ছিলেন ইউপি চেয়ারম্যান। এ সময় মাস্ক ও হেলমেট পরে ছয়-সাতজন দুর্বৃত্ত ইউপি কার্যালয়ে ঢুকে পড়ে। তাদের মধ্যে দুজন চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে তাঁর সঙ্গে কথা বলতে বলতে হামলা করে। এ সময় দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যানকে পাইপ দিয়ে মারধরের পাশাপাশি দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। হামলাকারীরা হেলমেট ও মাস্ক পরে থাকায় তাঁদের তিনি চিনতে পারেননি।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।