নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। তাদের সংগঠিত হয়ে কাজ করতে দিতে হবে। আর নির্বাচন কমিশনই বলতে পারবে, সংস্কার শেষে কখন কী করা যাবে। নির্বাচন নিয়ে আলোচনা করার এখতিয়ার তাদেই। আমাদের এখতিয়ার বলে মনে করি না।’
আজ সোমবার দুপুরে বরিশালে মেরিন একাডেমিতে ক্যাডেটদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি সাখাওয়াত হোসেন এ মন্তব্য করেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, ‘এ দেশের মানুষ ভারতবিরোধী নন। আমরা সব সময় চেষ্টা করি বন্ধুত্ব রক্ষা করার, যতটুকু ভুল–বোঝাবাঝি আছে, সেটা দূর হবে। নাগরিক হিসেবে আমি মনে করি, আমাদের সঙ্গে ভালো রিলেশন থাকার কথা। রিলেশন একটা দেশের সঙ্গে দেশের, মানুষের সঙ্গে মানুষের হয়, কে ক্ষমতায় থাকল না থাকল সেটা বড় কথা নয়। আমরা সব সময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি।’
দেশের বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবং এ থেকে উত্তরণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কিছু জায়গায় সমস্যা হচ্ছে। তবে এর মধ্যে পরিকল্পিত ঘটনাই বেশি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরের কথা যদি বলি, যেখানে দু-একটিতে মালিক নেই, সেখানে সমস্যা হচ্ছে। তবে এরই মধ্যে সরকার এ নিয়ে চেষ্টা করছে এবং কিছু জায়গায় সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে।’
উপদেষ্টা সাখাওয়াত বলেন, ‘প্রচুর ঋণ নিয়েছে ব্যাংক থেকে, আর ঋণ নেওয়ার পর থেকে একটি পয়সাও শোধ করা হয়নি। সেই ধরনের ফ্যাক্টরিকে কী করা হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। সরকার কী পদক্ষেপ নিচ্ছে, এ বিষয়ে আশা করি দ্রুত আপনারা জানতে পারবেন। আইন প্রয়োগকারী সংস্থা আরও প্রো–অ্যাকটিভ হবে এবং হচ্ছে। আমরা মনে করি, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে।’
আগামী জাতীয় নির্বাচন নিয়ে সাখাওয়াত বলেন, ‘এটা নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন। সংস্কারপ্রক্রিয়া চলছে, তাই এটি শেষ হলে বিশদ আলোচনা করা যাবে। আর নির্বাচন কমিশনই বলতে পারবে, সংস্কারকাজ শেষে কখন কী করা যাবে। নতুন নির্বাচন কমিশনকে কাজ করতে দেওয়া উচিত।’
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিয়ে অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সাখাওয়াত বলেন, ‘যাঁকে নিয়ে এত হইচই, তাঁর সঙ্গে কোনো সম্পর্ক না থাকার কথা ইসকন নিজেরাই বলেছে। আমি যেটা মনে করি, আমরা সবাই বাংলাদেশি, সেটাই আমাদের পরিচয়, সেটা যে ধর্মেরই হোক। যাঁরা যাঁরা এর সঙ্গে জড়িত, তাঁরা টের পেয়েছেন যে তাঁদের সঙ্গে কেউ নেই। আশা করি, এটা বড় কোনো বিষয় নয়। তবে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, এটা দেশের জন্য শুভকর নয়। আশা করি, বিষয়টি নিয়ে একটি সমাধান হয়েছে। তবে যাদের ইনফ্লুয়েন্স আছে, তারা নানা ধরনের কথা বলতেই পারে। আর সেটার পেছনে দৌড়াতে থাকলে এগোতে পারব না।’
বরিশাল নগরের কীর্তনখোলা নদীর পূর্ব পারে কর্নকাটিতে মেরিন একাডেমি ক্যাডেটদের শিক্ষা সমাপনী প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নৌপরিবহন উপদেষ্টা। এ অনুষ্ঠানে বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার এ প্রতিষ্ঠান থেকে ৫৩ জন ক্যাডেট প্রি-সি কোর্স প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। বরিশালে বর্তমানে ১১৬ জন ক্যাডেট রয়েছেন। এটা ছিল তৃতীয় ব্যাচ।